fbpx

PRIMARY SECTION || NOTICE FOR THE MID-TERM SETTLING IN PTM FOR 2023-24

DATE:    16 SEPTEMBER ’23

DAY:      SATURDAY

TIME:    9.30 AM – 1.00 PM

VENUE: RESPECTIVE CLASSROOMS

Dear Parents /Guardians,

The Mid-Term Settling in PTM will be held on Saturday 16th September’23 from 9:30 am to 1: 00 pm.

An invitation email along with the time slot will be shared with you by the class teachers. Kindly follow the time slot for the smooth conduction of the PTM.

You can meet the Class Teachers in the respective Homerooms during the mentioned time.

Please note that many of the Class Teachers are also Subject teachers, so parents need to follow the Classroom / Class Teacher list to meet the subject teachers. Please inform your child’s class teacher if you wish to meet any other teacher/grade Coordinator/ Segment Head or the Head of School.

When you visit the campus on 16th September, directions and a list of teachers assigned to classrooms will be posted near the school elevators, so that you can easily locate the subject teachers who are assigned to different classrooms.

We look forward to discussing the Academic progress and well-being of your child with you.

Kind regards,

Sumona Karim

Vice Principal

DPS STS School Dhaka (Junior School)

(A Cambridge K-12 School)

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

 

মিডটার্ম সেটেলিং ইন  পিটিএম  বিজ্ঞপ্তি

প্রাথমিক: শ্রেণি: ১ম- ৪র্থ

শিক্ষাবর্ষ: ২০২৩-২৪

তারিখ: ১৬ই সেপ্টেম্বর ’২৩

দিন: শনিবার

সময়: সকাল ৯:৩০ – দুপুর ১: ০০ টা

স্থান: শ্রেণিকক্ষ

প্রিয় অভিভাবকবৃন্দ ,

মিড টার্ম সেটলিং ইন  পিটিএম আগামী ১৬ই সেপ্টেম্বর’২৩ শনিবার সকাল ৯:৩০ থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সময়সূচী সহ একটি আমন্ত্রণ পত্র শ্রেণি শিক্ষকরা আপনাদের সাথে ইমেইলের মাধ্যমে শেয়ার করবেন। অনুগ্রহ করে পিটিএমের মসৃণ সঞ্চালনের জন্য নির্ধারিত সময়সুচী অনুসরণ করবেন।

উল্লেখিত সময়ের মধ্যে আপনারা নিজ নিজ হোমরুমে শ্রেণি শিক্ষকদের সাথে দেখা করতে পারবেন।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখানে অনেক শ্রেণি শিক্ষক একই সাথে বিষয় শিক্ষকও। তাই বিষয় শিক্ষকদের সাথে দেখা করার জন্য অভিভাবকগণ শ্রেণিকক্ষ এবং শ্রেণি শিক্ষক তালিকা অনুসরণ করবেন। আপনি যদি অন্য কোনো শিক্ষক/ শ্রেণি সমন্বয়কারী / বিভাগীয় প্রধান বা স্কুলের প্রধানের সাথে দেখা করতে চান তাহলে অনুগ্রহ করে আপনার সন্তানের শ্রেণি শিক্ষককে জানাবেন।

আপনি যখন ১৬ই সেপ্টেম্বর ক্যাম্পাস পরিদর্শন করবেন, নির্দেশাবলী এবং  শ্রেণিকক্ষে নিযুক্ত শিক্ষকদের একটি তালিকা স্কুল লিফটের পাশে দেয়া থাকবে,যাতে আপনি বিভিন্ন শ্রেণিকক্ষে ভিন্ন ভিন্ন বিষয়ের শিক্ষকদের সহজে খুঁজে পেতে পারেন।

আমরা আপনার সন্তানের মঙ্গল এবং শিক্ষাগত অগ্রগতি নিয়ে আলোচনা করতে আগ্রহী। পিটিএম এ আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।

আন্তরিক শুভেচ্ছা,

সুমনা করিম
ভাইস প্রিন্সিপাল
ডিপিএস এসটিএস স্কুল ঢাকা  (জুনিয়র স্কুল)

(একটি কেমব্রিজ কে-12 স্কুল)

Comments are closed.
[newsletter]

Admission Query