Dear Parents and Students,
Recently Cambridge has announced the CAIE Oct Nov 2023 Registration Schedule. As per their registration window, we will finish our School’s Candidates’ Registration by 3rd August 2023. To qualify for the registration, we are requesting the students to attend the Screening Exams as per the attached schedule. It is mandatory for all Oct Nov candidates to attend the exam.
Soon we will share the details of the registration procedure. For any queries, you can contact Mr. Fazlul Haq (fazlul.haq@dpsstsdhaka.org).
Please ignore the email, if you/your ward does not have any pending subjects for Oct Nov 2023.
Warm regards
Yours sincerely
Principal
DPS STS School Dhaka
___________________________________
সম্মানিত অভিভাবকবৃন্দ ও ছাত্ৰ-ছাত্রীরা,
সম্প্রতি কেমব্রিজ (CAIE) অক্টোবর/নভেম্বর ২০২৩ রেজিস্ট্রেশনের সময়সূচী ঘোষণা করেছে, কেমব্রিজ সময়সীমা অনুসারে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ৩ আগস্ট, ২০২৩ এর মধ্যে শেষ করবে। রেজিস্ট্রেশনের যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীদের নিচে সংযুক্ত স্ক্রিনিং পরীক্ষার সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অক্টোবর/নভেম্বর পরীক্ষার্থীদের জন্য স্ক্রিনিং পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
শীঘ্রই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিশদভাবে আপনাদেরকে জানানো হবে। এ বিষয়ে যে কোনও প্রশ্নের জন্য জনাব ফজলুল হক (fazlul.haq@dpsstsdhaka.org) এঁর সাথে যোগাযোগ করতে পারেন।
আপনার সন্তানের কোন বিষয়ের পরীক্ষা যদি অক্টোবর/নভেম্বরের জন্য মুলতবী না থাকে তাহলে ই-মেইলটি উপেক্ষা করুন।
বিনীত
আপনার বিশ্বস্ত
অধ্যক্ষ
ডিপিএস এসটিএস স্কুল ঢাকা।