Dear Parents,
Hope you all are safe and healthy. You would be glad to know that we shall resume two-day on-campus/in-person classes with effect from Sunday, 28 November 2021.
The revised schedule for on-campus classes is given below:
Grade | Day 1 | Day 2 | Arrival Time | Dispersal Time |
CF | Sunday | Monday | 9:15 AM – 9:40 AM | 1:10 PM – 1:30 PM |
8:30 AM – 8:50 AM | 1:10 PM – 1:30 PM | |||
Grade- 1 | Monday | Tuesday | ||
Grade- 2 | Monday | Tuesday | ||
Grade- 3 | Wednesday | Thursday | ||
Grade- 4 | Wednesday | Thursday |
The class timetable will remain the same and online classes will be held as usual on the other school days.
Kindly be assured the UN health directives and relevant guidelines for COVID-19 management shall be strictly complied with during all scheduled classes and activities of the school.
We are also delighted to inform you that now we are offering School Transport service and Cafeteria service for our students.
Please fill out the registration form to avail the school transport for your ward.
School Transport Service Request Form: https://tinyurl.com/3vyz5ahu
We thank you for your continuous efforts in supporting our students with their successful academic mission.
Best regards,
Dr. Shivananda CS
Principal
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আশা করছি আপনারা সকলে সুস্থ ও নিরাপদে আছেন।
আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখ থেকে আমরা সপ্তাহে দুইদিন বিদ্যালয় প্রাঙ্গণ কেন্দ্রিক সরাসরি শ্রেণির কাজ পরিচালনার কার্যক্রম আরম্ভ করছি ।
বিদ্যালয় প্রাঙ্গণ কেন্দ্রিক ক্লাস সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তটি নিচে দেওয়া হল:
শ্রেণি ১ম দিন ২য় দিন বিদ্যালয়ে আসার সময় বিদ্যালয় ত্যাগ করার সময় সি এফ রবিবার সোমবার সকাল ৯টা ১৫ থেকে ৯ টা ৪০ বেলা ১টা ১০ থেকে ১টা ৩০ সকাল ৮টা ৩০ থেকে ৮ টা ৫০ বেলা ১টা ১০ থেকে ১টা ৩০ প্রথম শ্রেণি সোমবার মঙ্গলবার দ্বিতীয় শ্রেণি সোমবার মঙ্গলবার তৃতীয় শ্রেণি বুধবার বৃহস্পতিবার চতুর্থ শ্রেণি বুধবার বৃহস্পতিবার অন-লাইন ক্লাসের সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং বাকী কার্যদিবস গুলোতে অনলাইন ক্লাস গুলো পূর্বের মতো চলবে।
অনুগ্রহ করে এটি নিশ্চিত করবেন যে, ইউএন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য বিধি ও কোভিড ১৯ সংক্রান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দিক নির্দেশনাগুলো যেন বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম চলাকালীন সময়ে কঠোরভাবে প্রণীত হয়।
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এখন থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য ‘পরিবহন সুবিধা/ ট্রান্সপোর্ট সার্ভিস’ ও ‘ক্যাফেটেরিয়া সুবিধা/ ক্যাফটেরিয়া সার্ভিস’ প্রদান করছি।
আপনার সন্তানের জন্য বিদ্যালয়ের পরিবহন সুবিধা পাওয়ার জন্য নিচের দেওয়া লিঙ্কটি থেকে রেজিস্ট্রেশন করুন-
স্কুল ট্রান্সপোর্ট সার্ভিস রিক্যুয়েস্ট ফর্ম:
আমাদের শিক্ষার্থীদের শিক্ষাগত উদ্দেশ্য সফল করতে আপনাদের করা সমর্থন ও প্রদান করা সহায়তার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই।
শুভেচ্ছান্তে,
ড. শিবানন্দ সিএস
অধ্যক্ষ
Leave a Reply