fbpx

On Campus School for CF

Dear Parents,

Hope you are doing well.

We are excited to inform you that CF learners will start attending on-campus school once a week, every Sunday from 24th October ’21The online classes will be held as usual on other weekdays. 

Please note that we have taken all preparations following the health & safety guidelines given by the Government of Bangladesh.The details regarding CF on-campus classes will be circulated after the Durga Puja Holiday. 

 

Thank you.

DPS STS School Authority

Dated: Thursday, 7th October ’21

সম্মানিত অভিভাবকবৃন্দ,

আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ২৪ শে অক্টোবর ২০২১ থেকে প্রতি রবিবার সিএফ এর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন বিদ্যালয়ে এসে সশরীরে ক্লাস করা আরম্ভ করবে। সপ্তাহের বাকি দিনগুলোতে আগের মতই অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমরা বাংলাদেশ সরকার প্রদত্ত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী সকল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছি। সিএফ শ্রেণির সরাসরি ক্লাস সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি পূজা’র ছুটির পর প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

[newsletter]