Dear Parents and Students,
We are very pleased to announce that the Graduation and the School Completion Certificates of the session 2020-2021 are ready to collect from the Senior School Front Office (Front Desk Executives) during office hours 9AM to 3PM from Monday, 16 August to Wednesday, 18 August 2021.
Thanks and best wishes,
Dr. Shivananda CS
PRINCIPAL
DPS STS SCHOOL DHAKA
সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকত্ব লাভের সনদ ও বিদ্যালয়ের শিক্ষা সমাপনী সনদ বিদ্যালয়ের সিনিয়র শাখার অভ্যর্থনা দপ্তর হতে অভ্যর্থনা দপ্তরের কার্যনির্বাহী সদস্যদের কাছ থেকে আগামী ১৬ আগস্ট ২০২১, রোজ সোমবার থেকে ১৮ আগস্ট ২০২১ রোজ বুধবার সকাল ৯ ঘটিকা থেকে বেলা ৩ ঘটিকা পর্যন্ত সময় সীমার মধ্যে সংগ্রহের জন্য প্রস্তুত রয়েছে।
অভিনন্দন ও শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে,
ড. শিবানন্দ সিএস
অধ্যক্ষ
ডিপিএস এসটিএস স্কুল ঢাকা।
Leave a Reply