Dear Parents,
We will start the book distribution process from 11th of August, 2021 again. Please follow the schedule strictly so that we can maintain the health safety issues.
Venue: Junior School
Time: 10 am to 5 pm
Schedule:
Date & Day |
Assigned Grade(s) for book distribution |
Time |
11.08.21, Wednesday | CF (Cambridge Foundation)
Grade 1 Grade 2 Grade 3 Grade 4 |
10 am – 5 pm |
12.08.21, Thursday | Grade 5
Grade 6 Grade 7 |
10 am – 5 pm |
13.08.21, Friday | Grade 8
Grade 9 Grade 11 Grade 12 |
10 am – 5 pm |
Please note that:
- Now onwards parents need not to follow any pre-booking process. Books will be sold by following the Cash On Sale process from the school bookshop.
- Books will be delivered on a First Come First Serve basis.
- Due books will be delivered through a different schedule later.
- FS1 and FS2 books have not arrived yet. After the availability of those books, we will inform parents through a separate mail.
- For those parents who have more than one child in the school, they may collect books for different grades on the same day.
- During collection time, parents are requested to cross-check the number of books and total price with the invoice. After leaving the counter, any objections or changes in regard to the total amount or number of books will not be acceptable by the school authorities.
- If there is any book found damaged/page missing, then parents are requested to return that and to collect a new one from the school bookshop. This exchange must be done within 10 days from the date of purchasing.
- The parents who have already made the payment through online but have not collected the books yet are requested to collect their purchased books by these days.
- Please ignore this mail, if you have already purchased textbooks.
From the Authority of
DPS STS School Dhaka
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আমরা ১১ই আগস্ট, ২০২১ থেকে আবার বই বিতরণ প্রক্রিয়া শুরু করব। অনুগ্রহ করে সময়সূচী কঠোরভাবে অনুসরণ করবেন যাতে আমরা স্বাস্থ্য সুরক্ষার বিষয়সমূহ বজায় রাখতে পারি।
স্থান: জুনিয়র স্কুল
সময়: সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা
সময়সূচী:
তারিখ ও দিন বই বিতরণের জন্য নির্ধারিত গ্রেড (গুলি) সময় ১১.০৮.২১, বুধবার সিএফ (কেমব্রিজ ফাউন্ডেশন) ১ম শ্রেণি
২য় শ্রেণি
৩য় শ্রেণি
৪র্থ শ্রেণি
সকাল ১০ টা – বিকাল ৫ টা ১২.০৮.২১, বৃহস্পতিবার ৫ম শ্রেণি ৬ষ্ঠ শ্রেণি
৭ম শ্রেণি
সকাল ১০টা – বিকাল ৫টা ১৩.০৮.২১, শুক্রবার ৮ম শ্রেণি ৯ম শ্রেণি
১০ম শ্রেণি
একাদশ শ্রেণি
দ্বাদশ ১২
সকাল ১০টা – বিকাল ৫টা অনুগ্রহ করে মনে রাখবেন:
১. এখন থেকে অভিভাবকবৃন্দের কোনো প্রাক-বুকিং প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন নেই। বিদ্যালয়ের বই পাঠ্যপুস্তক বিক্রয় কেন্দ্র থেকে নগদ বিক্রয় প্রক্রিয়া অনুসরণ করে বই বিক্রি করা হবে।
২. আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বই বিতরণ করা হবে।
৩. পূর্ব থেকে প্রাপ্য বই পরবর্তীতে একটি ভিন্ন সময়সূচীর মাধ্যমে বিতরণ করা হবে।
৪. এফএস ১ এবং এফএস ২ এর বই এখনো আসেনি। সেসব বইয়ের প্রাপ্যতার ভিত্তিতে একটি পৃথক ইমেইলের মাধ্যমে আমরা অভিভাবকদের এ ব্যাপারে জানিয়ে দেব।
৫. বিদ্যালয়ে যেসব অভিভাবকদের একাধিক সন্তান আছে, তারা একই দিনে বিভিন্ন শ্রেণির বই সংগ্রহ করতে পারবেন।
৬. বই সংগ্রহের সময়, চালান বা হিসেবপত্রের সাথে বইয়ের সংখ্যা এবং মোট মূল্য মিলিয়ে নেওবার জন্য অভিভাবকদের অনুরোধ করা। কাউন্টার থেকে বের হওয়ার পর, মোট টাকার পরিমাণ বা বইয়ের সংখ্যার ব্যাপারে কোনো আপত্তি বা পরিবর্তন সংক্রান্ত আবেদন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।
৭. যদি কোনো বই এ কোনো পাতা অনুপস্থিত থাকে অথবা কেউ কোনো ক্ষতিগ্রস্ত বই পেয়ে থাকে, সেক্ষেত্রে অভিভাবকদের বইটি ফেরত দিয়ে বিদ্যালয়ের বইয়ের দোকান থেকে একটি নতুন বই সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই বই বিনিময় প্রক্রিয়াটি বই ক্রয়ের তারিখ থেকে ১০ দিনের মধ্যে শেষ করতে হবে।
৮. যেসব অভিভাবক ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করেছেন কিন্তু এখনো বই সংগ্রহ করেননি তাদের এই দিনের মধ্যে কেনা বই সংগ্রহ করার অনুরোধ করা হচ্ছে।
৯. আপনি যদি ইতিমধ্যে পাঠ্যপুস্তক কিনে থাকেন তবে অনুগ্রহ করে এই ইমেইলটি উপেক্ষা করবেন।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
ডিপিএস এসটিএস স্কুল ঢাকা
Leave a Reply