Dear Parent,
The Midterm “Parent Teacher Meeting” for the session 2021-22 will be held on Saturday, 11th December, 21, and Sunday, 12th December, 21 through Google Meet. The PTM invites with Google meet link and the allotted time slots for the meeting will be emailed to you.
There will be no regular classes on Sunday, 12th December 2021.
We would appreciate it if you kindly follow the PTM time slots to avoid inconvenience to other parents.
Thank you
Best regards,
Dr. Shivananda CS
Principal
———–
সম্মানিত অভিভাবকবৃন্দ,
শিক্ষাবর্ষ ২০২১-২২ এর ২য় সাময়িকের অভিভাবক-শিক্ষক ভার্চুয়াল আলোচনা সভা আগামী ১১ ই ডিসেম্বর ২০২১, রোজ শনিবার ও ১২ ই ডিসেম্বর ২০২১, রোজ রবিবার গুগল মিট এ অনুষ্ঠিত হবে।
গুগল মিট লিঙ্কসহ আলোচনা সভার আমন্ত্রণ এবং আলোচনা সভার জন্য নির্ধারিত সময়সূচি আপনার কাছে ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
আগামী ১২ই ডিসেম্বর ২০২১, রোজ রবিবার শ্রেণিকক্ষের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।
অনুগ্রহ করে অন্য অভিভাবকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত অসুবিধা এড়ানোর জন্য আপনার জন্যে বরাদ্দকৃত সময়সীমার মধ্যে অভিভাবক-শিক্ষক আলোচনা সভায় যোগ দান করবেন।
Leave a Reply