fbpx

Invitation to Attend Open Discussion Session (Blended)

Attend Open Discussion Session (Blended)

Dear Parents,

DPS STS School Dhaka is glad to inform you that, in order to facilitate optimum psychosocial well-being and growth for our students, we are going to arrange open discussion sessions for the parents of Grade 1-4. In the sessions, following psychological topics will be focused-

*Dealing with Bullying

*Gadget Dependency among Children

*Managing Restless Behavior and Anxiety of Children

You are highly encouraged to share your experience regarding the mentioned topics, provide valuable suggestions and feedbacks by joining the sessions.

These sessions are going to take place in blended format. Which means, you can join them in person, or online- as per your convenience. 

The time, venue and zoom link for the sessions are given below-

Venue: Main Hall, Basement, Junior Campus, DPS STS School, Dhaka.

For Grade-1 & 2 Parents:

Sunday, 11th December, 2022.

For Grade- 3 & 4 Parents:

Monday, 12th December, 2022.

Zoom link:

For Grades 1 & 2: 

https://zoom.us/j/98539845490?pwd=RDZDNEFOcjRRc2gyUk16QkY1Z1dwdz09

For Grades 3 & 4: 

https://zoom.us/j/96617155065?pwd=V1EzY1ZnZHBHRmVQbzNkVk1OMmY2QT09

Time: 8.30-9.15 AM. (For both days)

These sessions will be facilitated by child psychologist Ms. Amena Khatun Shebu and counselling psychologist Ms. Mithila Khandaker. It will be moderated by our in-house counselor Ms. Tahneena Mehreinn. 

You are cordially invited to grace this event with your presence.

 

Warm regards

Sumona Karim

Head of Junior School

 

প্রিয় অভিভাবকগণ,

ডিপিএস এসটিএস স্কুল ঢাকা আপনাকে জানাতে পেরে আনন্দিত যে, আমাদের শিক্ষার্থীদের সর্বোত্তম মনোসামাজিক সুস্থতা নিশ্চিত করতে, আমরা গ্রেড ১-৪ এর অভিভাবকদের জন্য মুক্ত আলোচনার আয়োজন করেছি। অধিবেশনে, নিম্নলিখিত মনস্তাত্ত্বিক বিষয়গুলোর উপর আলোচনা করা হবে-

* বুলিংয়ের সাথে মোকাবিলা করা

* শিশুদের মধ্যে গ্যাজেট নির্ভরতা

* শিশুদের অস্থির আচরণ এবং নিয়ন্ত্রণ করা

এই সেশনে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা নির্ধারিত বিষয়ে আলোচনা করা এবং আপনার মতামত জানানোর সুযোগ পাবেন।

সেশনগুলো অনুষ্ঠিত হবে ব্লেন্ডেড পদ্ধতিতে, অর্থাৎ আপনি চাইলে সশরীরে এতে অংশ নিতে পারেন, অথবা অনলাইনে-যেভাবে আপনার জন্য সুবিধাজনক।

সেশনের সময় স্থান এবং জুম লিংক নিচে দেওয়া হল-

স্থান: মেইন হল, বেসমেন্ট, জুনিয়র ক্যাম্পাস, ডিপিএস এসটিএস স্কুল, ঢাকা।

১ম এবং ২য় শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের জন্যঃ

রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২।

৩য় এবং ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের জন্যঃ

সোমবার, ১২ই ডিসেম্বর, ২০২২।

 

জুম লিংকঃ

১ম ও ২য় শ্রেণীর অভিভাবকদের জন্যঃ

https://zoom.us/j/98539845490?pwd=RDZDNEFOcjRRc2gyUk16QkY1Z1dwdz09

৩য় ও ৪র্থ শ্রেণীর অভিভাবকদের জন্যঃ

https://zoom.us/j/96617155065?pwd=V1EzY1ZnZHBHRmVQbzNkVk1OMmY2QT09

সময়: সকাল ৮.৩০-৯.১৫ (উভয় দিন)। 

এই অধিবেশনগুলোতে বক্তব্য রাখবেন চাইল্ড সাইকোলজিস্ট আমেনা খাতুন শেবু এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট মিস মিথিলা খন্দকার। সেশনটি সঞ্চালনা  করবেন আমাদের ইন-হাউস কাউন্সেলর মিস তাহনীনা মেহরীন।

অনুষ্ঠানটিতে যোগদানের জন্য আপনাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

 

উষ্ণ শুভেচ্ছা

সুমনা করিম

জুনিয়র স্কুল প্রধান

 

Comments are closed.
[newsletter]

Admission Query