Dear Parents,
Hope you are doing well. We would like to inform you that the regular online classes will continue as usual for the students of Nursery to grade CF, as per the directives from the Ministry of Education, Government of Bangladesh.
Note- Nursery to CF students will not be required to attend physical school for face-to-face classes at the moment.
We can definitely understand that our tiny students are eagerly waiting to come to school to meet their peers & teachers in person, so please continue to motivate them and encourage them to attend their online classes regularly which will continue to be fun-filled and exciting.
We will definitely keep updating you of any changes on a regular basis.
Thank you.
DPS STS School Authority
Dated: 09/09/2021
সম্মানিত অভিভাবকবৃন্দ,আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী প্রাক-প্রাথমিক ও সিএফ শ্রেণির নিয়মিত অনলাইন ক্লাস চালু থাকবে।বিশেষ দ্রষ্টব্য: এই মুহূর্তে আমরা নার্সারী থেকে সিএফ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সশরীরে বিদ্যালয়ে এসে ক্লাসের আয়োজন করছি না।আমরা বুঝতে পারছি যে, আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা খুবই আগ্রহের সাথে বিদ্যালয়ে এসে সশরীরে তাদের শিক্ষকমণ্ডলী ও সহপাঠীদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। অনুগ্রহ করে তাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করবেন কারণ অনলাইন ক্লাস আগের মতই অত্যন্ত মজার ও আনন্দপূর্ণ হবে।আমরা অবশ্যই হালনাগাদ তথ্য দিয়ে আপনাদেরকে অবগত রাখব।ধন্যবাদান্তে,ডিপিএস এসটিএস স্কুল কর্তৃপক্ষতারিখ: ৯/৯/২০২১
Leave a Reply