fbpx

DPS STS Winter Camp-2022 (22-28 December’2022)

DPS STS Winter Camp-2022

Dear Parents,

Greetings from DPS STS School Dhaka!

Following the huge success in 2021, we are pleased to inform you that  DPS STS is back with Winter Camp for Grades 2 to 12 from 22-28 December 2022. It is open to students from other schools also. We are offering multiple activities for your child from where a minimum of one and a maximum of two activities are to be chosen.

List Of Activities:

  • Cricket
  • Football
  • Table tennis
  • Basketball
  • Chess
  • Badminton
  • Volleyball
  • Swimming (Heated pool)
  • Young scientist
  • Keyboard & Music
  • Art & Craft

Please find the attached Winter Camp brochure for your kind perusal.

Registration link: https://forms.gle/V59EBvYzN6gWJNdS6

Registration deadline: 17 December 2022

Hope to see your child at the Winter Camp.

 

Thank you.

Warm regards,

Dr Shivananda CS

Principal

 

Camp Duration: 06 days

Date: Thursday, 22 December to Wednesday, 28 December 2022 (Holiday on 25th Dec.)

Camp Timing: 8:00 am to 10.00 pm & 10.00 am to 12:00 pm

Camp Fee:

BDT 5000 (per activity except swimming),

BDT 6000 for Swimming (Heated pool)

BDT 9000 (for Two activities), Snacks Included in all Options

Cafeteria Services & Transport service: Available on request (charged extra)

How to Register and Pay:

Registration can be done by submitting the Online Form with your payment through BKash or by cash to Mr. Samad of the Accounts Office at the Senior school and Mr. Mizan at the Junior school.

Cancellation and Refund:

The school reserves the right to cancel any of the activities due to low participation or other unavoidable reasons. Refunds will only be given if the camp activity is cancelled by the school. There will be no refunds for the DPS STS Winter Camp if the camp activity does take place and has not been cancelled. Further, Winter Camp fees will not be refunded for missed days or non-attendance.

Venue: DPS STS School Senior Campus

Deadline for Registration: 17th December 2022

 

Students are expected to carry their personal stationery including papers, colours, sports gear etc.

………………………………………………………………………………………………………………………………………..

প্রিয় অভিভাবক,

ডিপিএস এসটিএস এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা।

২০২১ সালের  সাফল্যের সূত্র ধরে, আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি ডিপিএস এসটিএস  স্কুলে ২২-২৮ শে ডিসেম্বর ২০২২ এর মধ্যে গ্রেড ২ থেকে ১২ এর জন্য শীতকালিন ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এতে অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহন করতে পারবে। অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের জন্য  নানাবিধ এক্টিভিটির ব্যবস্থা রাখা হচ্ছে এবং এর মধ্যে থেকে ছাত্র-ছাত্রিরা সর্বনিম্ন ও সর্বোচ্চ যে কোন দুটি এক্টিভিটিতে অংশগ্রহন নিতে পারবে ।

এক্টিভিটি সমূহের তালিকা সংযুক্ত করা হল:

  • ক্রিকেট
  • ফুটবল
  • টেবিল টেনিস
  • বাস্কেটবল
  • দাবা
  • ব্যাডমিন্টন
  • ভলিবল

রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/V59EBvYzN6gWJNdS6

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৭ ই ডিসেম্বর ২০২২

এই আয়োজনে সকলের অংশগ্রহণ আশা করছি।

ধন্যবাদ

উষ্ণ শুভেচ্ছা,

ডাঃ শিবানন্দ সিএস

অধ্যক্ষ

 

ক্যাম্পের সময়কাল: ০৬ দিন

তারিখ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর থেকে বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ (২৫ ডিসেম্বর ছুটি)

ক্যাম্পের সময়: সকাল ৮টা থেকে রাত ১০টা এবং সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

ক্যাম্প ফি:

  • ৫০০০ টাকা (সাঁতার ছাড়া প্রতি কার্যকলাপ),
  • সাঁতারের জন্য ৬০০০ টাকা (উত্তপ্ত পুল)

BDT ৯০০০ (দুটি কার্যকলাপ এর জন্য, সমস্ত বিকল্পের মধ্যে স্ন্যাকস অন্তর্ভুক্ত)

ক্যাফেটেরিয়া এবং পরিবহন সেবা: অনুরোধে উপলব্ধ (অতিরিক্ত চার্জ করা হয়েছে)

কীভাবে নিবন্ধন করবেন এবং অর্থ প্রদান করবেন:

বিকাশ এর মাধ্যমে অথবা সিনিয়র স্কুলের অ্যাকাউন্টস অফিসের মিঃ সামাদ এবং জুনিয়র স্কুলের মিঃ মিজানের কাছে নগদ অর্থ দিয়ে অনলাইন ফরম জমা দিয়ে নিবন্ধন করা যেতে পারে।

 

বাতিলকরণ এবং ফেরত:

কম অংশগ্রহণ বা অন্যান্য অনিবার্য কারণে স্কুল যে কোনো কার্যক্রম বাতিল করার অধিকার সংরক্ষণ করে। ক্যাম্প কার্যকলাপ স্কুল দ্বারা বাতিল করা হলে শুধুমাত্র ফেরত দেওয়া হবে। ডিপিএস এসটিএস শীতকালীন ক্যাম্পের জন্য কোন টাকা ফেরত দেওয়া হবে না যদি ক্যাম্পের কার্যকলাপ না ঘটে বা বাতিল করা হয়।

 

ভেন্যু: ডিপিএস এসটিএস স্কুল সিনিয়র ক্যাম্পাস

রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৭ ই ডিসেম্বর ২০২২

শিক্ষার্থীদের কাগজপত্ররংখেলার গিয়ার ইত্যাদি সহ তাদের ব্যক্তিগত স্টেশনারি বহন করার আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

[newsletter]

Admission Query